Amader Library https://amaderlibrarybd.blogspot.com/2022/04/medical-admission-test-question.html

Medical admission test question solution 2022 || মেডিকেল ভর্তি পরীক্ষার প্রশ্ন সমাধান ২০২২

Medical admission test question solution 2022 || মেডিকেল ভর্তি পরীক্ষার প্রশ্ন সমাধান ২০২২




একেবারে নিচে সকল সাবজেক্ট এর প্রশ্নের উত্তর এবং প্রশ্নের লিংক আছে ড্রাইভ


বায়োলজি 

 

১. জবার অমরাবিন্যাস – অক্ষীয়

2. cell mediated immunuty – T lymohocyte

৩. কোন অঙ্গে সবচেয়ে বেশি রক্ত প্রবাহ হয় - যকৃত

৪. DNA সংশ্লেষ হয় কোন পর্যায়ে – S phase -

৫. পত্ররন্ধ্র খোলা তরান্বিত করে - নীল আলো

৬. গবলেট কোষ কোথায় থাকে – মিউকোসা -

৭.কোনটা লালারসে থাকে – টায়ালিন – 

৮. আমিষ পরিপাকে – ট্রিপসিন -

৯. মায়ের দুধে – IgA 

১০. পাতার গ্রাউন্ড টিস্যুকে কি বলে – মেসোফিল

১১. অদ্রবনীয় প্রোটিন – গ্লুটামিন 

১২. কোষের অভ্যন্তরীন pH নিয়ন্ত্রন করে -কোষ গহ্বর

১৩. কোন আয়ন দ্রুত শোষিত হয় - K+

১৪. দেহের ক্ষত নিরাময়ে কোন বিভাজন – মাইটোসিস

১৫. হৃদপিন্ডের কোন প্রাচীর পুরু – বাম ভেন্ট্রিকল

১৬. চর্মরোগের ওষুধ – Cycas circinalis -

১৭. কোনটা Autosomal recessive এর রোগ - থ্যালাসেমিয়া

১৮.হৃদস্পন্দন শুরু হয় – 6 th week 

১৯. কেচো শ্বাস নেয় - ত্বক

২০. প্রজাপতির প্রতিসাম্যতা – দ্বিপার্শ্বীয় -

২১.সালোকসংশ্লেষণে কয় অক্সিজেন তৈরি হয় – ৬ অনু 

২২. প্রস্বেদন কখন বেশি হয় – আদ্রতা কম থাকলে

২৩. অক্সিজেন বিহীন শ্বসনের ধাপ- গ্লাইকোলাইসিস

২৪. নিষেক ছাড়া ভ্রূণ হয় – Apogamy

২৫. জুভেনাইল হরমোন ক্ষরণ হয় – করপোরা এলাটা

২৬.করোনা ভ্যাক্সিন তৈরি হয় না কোন পদ্ধতিতে- টক্সোয়েড

২৭.বংশগতির বাহক কে – ক্রোমসোম -

২৮. অক্সিজেন ও রক্তচাপ মাপা যায় – পালস অক্সিমিটার

২৯.টিস্যু কালচারের মাধ্যমে সফল ভাবে উৎপাদিত হচ্ছে – স্ট্রবেরি -

৩০. কোণ খনিজ লবনের অভাবে গাছের পাতা ও ফুল ঝড়ে যায় -ফসফরাস

 

রসায়ন 

 

১) নিচের কোন মূলকটি বেনজিন বলয়ে অর্থো-প্যারা নির্দেশক –Br

২) নিচের কোন যৌগটি কার্বিল অ্যামিন বিক্রিয়া দেয় – R-NH2 -

৩) কোন বিক্রিয়ায় সাম্যবস্থার প্রভাব নেই - H2+12 = 2HI

৪) স্থির তাপমাত্রায় যখন বিক্রিয়াহীন দুইটা গ্যাস মিশ্রিত করা হবে তখন মিশ্রনের মোট চাপ হবে - গ্যাস দুটির আংশিক চাপের যোগফল

৫) স্বাভাবিক তাপমাত্রা ও চাপে অক্সিজেনের

R.M.S-461ms-1

৬) পরমানু থেকে ধনাত্নক আয়নে পরিণত করতে শক্তি – আয়নিকরণ শক্তি -

৭) ক্ষারীর বাফার দ্রবণ –NH4CI ও NH4OH 

৮) হেক্সিন-৩ কোন সমানু দেখায় – সিস-ট্রান্স 

৯) ইথানল ও ইথানয়িক এসিড উভয়ের সাথে বিক্রিয়া করে – Na

১০) 1000 ml এ 58.5g NaCl মিশ্রিত করলে তাকে বলে – 1 MOLAR দ্রবণ 

১১) কোন বিবরণটি সঠিক – প্রোটন গ্রহিতা ক্ষার 

১২) একটি দ্রাবকে তিনটি পদার্থের দ্রাবতা ১২,২৫,৬৫ কোন পদ্ধতিতে আলদা করা হবে - আংশিক কেলাসন

১৩) কোনটি মিঠা পানির সর্ববৃহৎ উৎস – উত্তর মেরু (আমার মতে) অপশনে দক্ষিণ মেরুও আছে

১৪) ২৫ ডিগ্রী তে পানির আয়নিক গুনফল -1*10-7

১৫) 10% Na2CO3 এর ঘনমাত্রা – 0.9434 M

১৬) জ্যামিতিক সমানুতার শর্ত – প্রতিস্থাপিত অ্যালকিন

১৭) তীব্র এসিড ও মৃদুক্ষারের ট্রাইটেশন - মিথাইল অরেঞ্জ

১৮) অ্যামিনো এসিড ও কার্বোহাইড্রেট মিশ্রণ আলাদা করতে কোন ক্রোমাটোগ্রাফি উত্তম - পেপার ক্রোমাটোগ্রাফি

১৯) কোনটি অধিক সমযোজী – Fecl3

২০) R-CH2-Br + NaOH (aq) এটি কোন ধরনের বিক্রিয়া –নিউক্লিওফিলিক প্রতিস্থাপন 

২১) ইথানয়িক এনহাইড্রাইডের সংকেত -CH3COOCOCH3

২২) এসিড ক্ষারের কোন বিক্রিয়াটি সঠিক - NH3+HCI = NH4+ + CL-

২৩) সূর্যের UV থেকে রক্ষা করে - - স্ট্র্যাটোস্ফিয়ারের O3 স্তর 

২৪) ভূপৃষ্টের DO নিয়ে কোনটি সঠিক - DO 4-6 ppm থাকা উচিত

 
পদার্থবিজ্ঞান



১) কোনটা তড়িৎ চৌম্বক তরঙ্গ নয়- আলট্রাসাউন্ড

২) পদার্থবিজ্ঞান আবদুস সালাম ও স্টিফেন ওয়াইনবার্গ কোন দুটি বলকে একত্রিত করেন- দুর্বল নিউক্লিও বল ও তড়িৎ চৌম্বক বল

৩) শক্তির ক্ষুদ্রতম এককের নাম কোয়ান্টা দেন কোন বিজ্ঞানী -ম্যাক্স প্লাংক 

৪) নিচের কোন বস্তুর ওপর জড়তার ভ্রামক নির্ভর করে

- ভর ও ঘূর্ণন অক্ষের বস্থান

৫) কোনটা SI একক না - লিটার

৬) কোন নিত্যতার সূত্র জেট ইঞ্জিন বা রকেটের কার্যনীতির ভিত্তি - রৈখিক ভরবেগ 

৭) CGS সিস্টেমে পরিবাহিতার একক – Ohm

৮) 10 kg ভরের স্থির বস্তুর উপর 100 N বল প্রয়োগ করলে ত্বরণ হবে- 10ms-2

৯) একটি 200V-40W বাল্বের মধ্যে দিয়ে কি পরিমান বিদ্যুৎ প্রবাহিত হবে -0.2 A 

১০) নিচের কোন যন্ত্রের সাহায্যে বিভব পার্থক্য ও তড়িৎ চালক শক্তি নির্ণয় করা যায় - পটেনশিওমিটার

১১) তাপগতিবিদ্যার কোন সূত্রকে ব্যবহার করে থার্মোমিটার তৈরি হয় - শূন্যতম সূত্র

১২) আলোর অপবর্তন কি কারণে হয়- ব্যতিচার

১৩) কিলো ওয়াট ঘন্টার সাথে সম্পর্কযুক্ত - 1 kWh =3.6*106 J

১৪) কোন ধাতব পৃষ্টে অতিবেগুনি রশ্মি পড়লে কি নির্গত হয় – ইলেকট্রন

১৫) ডায়োড বিমুখী বায়াসে হলে নিঃশেষিত স্তর – বৃদ্ধি পায়

১৬) সরলদোলকের সময়কাল দ্বিগুন করতে হলে দৈঘ্য অবশ্যই - চারগুন বাড়াতে হবে

১৭) বল ও সরণের মধ্যবর্তী কোন 0 ডিগ্রী হলে কাজ -সর্বোচ্চ হবে

১৮) দুর্বল নিউক্লীয় বল সৃষ্টির জন্য দায়ী - বিটা ক্ষয়

১৯) কোন আলোর রঙ এর তরঙ্গদৈর্ঘ্য সবচেয়ে কম – বেগুনি

২০) কোনটি যান্ত্রিক ত্রুটি নয় - সূচক ত্রুটি

 

ENGLISH

 

১) Antonym of deceive - Advice 

২) What is the noun form of word beneficial –beneficiary

৩) which of the following is the meaning of the phrase "Read between the lines" - Understand what is implied not what is explicitly stated

8) Identify the tense of the sentence "She will be starting her new job from tomorrow - Future

continuous 

৫) Select a sentence with a noun as a premodifier -No passenger flight departed on that day

৬) Choose the sentence with the incorrect use of the phrase - Now that the conversation is almost finished, You can pull all the stops and take it easy

৭) Which of the following sentence contain an adverb clause - You are allowed here, Only if you are a student.

৮) Which of the following sentence contain a correct subject-verb agreement – Somebody want to speak with you

৯) The teacher has repeated herself twice, Here twice is - Adverb

১০) Which of the following is not a noun - Softly

১১) Fill in the blank with the appropriate word, I am very proud_you - of

১২) Synonym for polite is Courteous

১৩) Select the correct tense, I had been studying English for five years before I moved to the USA Past Perfect Continous

১৪) Select the complex sentence with an adverb clause from below - He is so weak that he can not walk

১৫) Which of the following sentence contain an incorrect appropriate preposition -Early rising isconducive with health


অন্যদের সাথে শেয়ার করুন

amader library
পোস্ট করেছেনঃ amader library
পোস্ট ক্যাটাগরিঃ
0 Comments

দয়া করে নীতিমালা মেনে মন্তব্য করুন ??

নটিফিকেশন ও নোটিশ এরিয়া

এই ওয়েবসাইটে শিক্ষা, স্বাস্থ্য, ইসলামিক, প্রযুক্তি ও অন্যান্য বিষয়ক বিভিন্ন ব্লগপোস্ট বা আর্টিকেল প্রকাশ করা হয়। নিয়মিত এসকল পোস্ট পড়তে চাইলে এই সাইটটি নিয়মিত ভিজিট করুন।