Amader Library https://amaderlibrarybd.blogspot.com/2022/07/blog-post_16.html

বই কিনে কেউ দেউলিয়া হয় না - ভাব-সম্প্রসারণ নবম-দশম শ্রেণী


বই কিনে কেউ দেউলিয়া হয় না।,নবম শ্রেণি ভাব-সম্প্রসারণ,দশম শ্রেণি ভাব-সম্প্রসারণ,বই পড়লে আলোকিত হয় না পড়িলে অন্ধকারে ভয় ভাব সম্প্রসারণ,ভাবসম্প্রসারণ,নবম শ্রেণির ভাবসম্প্রসারণ,নবম শ্রেণির ভাবসম্প্রসারন,বই পরিলে আলোকিত হয় না পড়িলে অন্ধকারে রয়ে,ভাবসম্প্রসারণ প্র‍ান থাকলে প্রাণী হয় কিন্তু মন না থাকলে মানুষ হয় না,প্রাণ থাকলে প্রাণী কিন্তু মন না থাকলে মানুষ হয় না,সপ্তম থেকে দশম শ্রেণী ভাব সম্প্রসারণ,প্রাণ থাকলে প্রাণী হয় কিন্তু মন না থাকলে মানুষ হয় না



ভাব সম্প্রসারণ : জ্ঞান আহরণ করার আশা নিয়ে মানুষ বই কেনে । আর এই বই কেনার জন্য যে অর্থ-ব্যয় হয়, অর্জিত জ্ঞানের তুলনায় তা খুব নগণ্য।

বই মানুষের জ্ঞানচক্ষু খুলে দিয়ে মনের জগঘকে প্রসারিত করে । কৃপমণ্কতা থেকে বেরিয়ে আসার জন্য বই অগ্রণী ভূমিকা পালন করে। বিশ শতকের সৃচনায় মুসলিম সাহিত্য সমাজের দার্শনিকগণ বলেছিলেন, 'জ্ঞান যেখানে সীমাবদ্ধ, বুদ্ধি সেখানে আড়ষ্ট, মুক্তি সেখানে অসন্ভব'। তাদের ধারণা অনুযায়ী জ্ঞানের সীমানা বাড়াতে, বুদ্ধিকে বন্ধনহীন করতে, আর মানুষের মুক্তি আনতে বই পড়ার কোনো বিকল্প নেই। সব মানুষই খাদ্য, বস্ত্র, আশ্রয়, চিকিৎসা ইত্যাদি মৌলিক প্রয়োজনে অর্থ ব্যয় করে। 


মৌলিক চাহিদা পূরণের পর অতিরিক্ত টাকা ব্যয় করার আরো অনেক উপায় আছে। এর মধ্যে সবচেয়ে ভালো উপায় - বই কেনা । বই কিনে কেউ ন্যিম্ব হয় না। কারণ, একটা বইয়ের অর্থমূল্য বেশি নয়। বরং একটি বই কিনতে যে অর্থের প্রয়োজন হয়, তার চেয়ে অনেক বেশি অর্থ অনেকে অন্যান্য কাজে ব্যয় করে থাকে। ব্যক্তিকে আলোকিত করতে একটি বই যেভাবে ভূমিকা রাখে, তাতে বই কেনার ব্যাপারে কার্পণ্য করা বোকামি। একটা বই অনেক সময়ে মানুষের জীবনকে পর্যন্ত বদলে দিতে পারে।



বই মানুষের প্রকৃত বন্ধু। তাই নিজেকে সমৃদ্ধ করতে বই কেনার ও তা পড়ার কোনো বিকল্প নেই।

অন্যদের সাথে শেয়ার করুন

amader library
পোস্ট করেছেনঃ amader library
পোস্ট ক্যাটাগরিঃ
0 Comments

দয়া করে নীতিমালা মেনে মন্তব্য করুন ??

নটিফিকেশন ও নোটিশ এরিয়া

এই ওয়েবসাইটে শিক্ষা, স্বাস্থ্য, ইসলামিক, প্রযুক্তি ও অন্যান্য বিষয়ক বিভিন্ন ব্লগপোস্ট বা আর্টিকেল প্রকাশ করা হয়। নিয়মিত এসকল পোস্ট পড়তে চাইলে এই সাইটটি নিয়মিত ভিজিট করুন।