Amader Library
https://amaderlibrarybd.blogspot.com/2022/07/how-to-uninstall-software-in-computer.html
কম্পিউটার এ সফটওয়্যার আনইনস্টলেশন How to Uninstall a Software in Computer
সফটওয়্যার আনইনস্টলেশন
প্রথমে স্টার্ট বাটন থেকে Control Panel যেতে হবে। অতঃপর ডাবল ক্লিক করে "
'Uninstall program'-এ ঢুকতে হবে।
এরপর যে প্রোগ্রামটি আনইনস্টল করতে চাও সেটি খুঁজে ক্লিক করে আনইনস্টলে ক্লিক করলেই ফাইলটি আনইনস্টল হতে শুরু করবে। ফাইল বড় হলে আনইনস্টল হতে একটু বেশি সময় লাগতে পারে। আনইনস্টল করার পর সাধারণত কম্পিউটার রিস্টার্ট করতে হয়। তবে কোনো সফটওয়্যার আনইনস্টল করার সময় নিশ্চিত হয়ে তা করতে হবে। অন্যথায় ভুলক্রে এমন সফটওয়্যার আনইনস্টল হতে পারে, যার কারণে তোমার যন্ত্রটিতে পুনরায় সফটওয়্যারটি ইনস্টল করা ছাড়া চালানো স নাও হতে পারে। তাই এক্ষেত্রে আমাদের সতর্ক থাকতে হবে।
সবাইকে ধন্যবাদ
0 Comments
দয়া করে নীতিমালা মেনে মন্তব্য করুন