Amader Library https://amaderlibrarybd.blogspot.com/2022/12/blog-post.html

বিকাশ, ব্যাংক, থেকে বিনিময় সেবায় ইন্সটান টাকা ট্রান্সফার।




নিজস্ব প্রতিবেদক:

বাংলাদেশের যে কোনো ব্যাংক থেকে মোবাইল আর্থিক সেবা (এমএফএস) বা এমএফএস থেকে ব্যাংকে তাৎক্ষণিক টাকা আনা নেওয়ার সুযোগ দেওয়া হচ্ছে। এমনকি রকেটে থেকে বিকাশ  টাকা যাবে। গত মাস থেকেই বিনিময় নামে এই সেবা চালু হয়েছে। 


বাংলাদেশ ব্যাংক  সূত্রে জানা গেছে,  ভারতের ইউনাইটেড পেমেন্ট ইন্টারফেসের (ইউপিআই) আদলেই হচ্ছে দেশের ইন্টার অপারেবল ডিজিটাল ট্রানজেকশন প্ল্যাটফরম (আইডিটিপি), যা বিনিময় সেব নামে পরিচিত হবে। এই সেবা চালুর মাধ্যমে দেশে ডিজিটাল লেনদেনের ক্ষেত্রে নতুন মাত্রা যুক্ত হবে।


অন্যদের সাথে শেয়ার করুন

amader library
পোস্ট করেছেনঃ amader library
পোস্ট ক্যাটাগরিঃ
0 Comments

দয়া করে নীতিমালা মেনে মন্তব্য করুন ??

নটিফিকেশন ও নোটিশ এরিয়া

এই ওয়েবসাইটে শিক্ষা, স্বাস্থ্য, ইসলামিক, প্রযুক্তি ও অন্যান্য বিষয়ক বিভিন্ন ব্লগপোস্ট বা আর্টিকেল প্রকাশ করা হয়। নিয়মিত এসকল পোস্ট পড়তে চাইলে এই সাইটটি নিয়মিত ভিজিট করুন।