Amader Library
https://amaderlibrarybd.blogspot.com/2023/01/l.html
২৬ শে মার্চ কেন স্বাধীনতা দিবস । ২৬ শে মার্চ এর স্ট্যাটাস । ২৬ শে মার্চ এর কবিতাl
২৬ শে মার্চ কি দিবস? কেন পালন করা হয়। এই বিষয়ে জানতে পারবেন এখানে। 26 শে মার্চ স্বাধীনতা দিবস হওয়ার পরেও অনেকেই রয়েছে যারা এখন পর্যন্ত এই দিবসটি সম্পর্কে কিছু জানেন। এছাড়া অনেকের মনে প্রশ্ন রয়েছে কেন পালন করা হয় এই দিবসটি। এই সকল প্রশ্নের উত্তর নিয়ে উপস্থিত হয়েছি আমরা। সুতরাং আপনারা যারা বর্তমান সময়ে আমাদের ওয়েবসাইটে অবস্থান করছেন তারা আমাদের সাথে থেকে এই বিষয়ে বিস্তারিত জানান। আশা করছি বাংলাদেশের এই গুরুত্বপূর্ণ দিবস টি সম্পর্কে আপনি বিস্তারিত জানতে পারবেন।
প্রতিটি বাঙালির কাছে এটি একটি বিশেষ দিন। এর কারণ 1971 সালে এই দিনটিতে বাঙালি বিজয় অর্জন করেছে। দীর্ঘ নয় মাস যুদ্ধ চলার পর এদিনে পাকিস্তান বাহিনী আত্মসমর্পণ করেন ।
২৬ শে মার্চ কি দিবস
২৬ শে মার্চ হচ্ছে মহান স্বাধীনতা দিবস । বাঙালিদের কাছে গুরুত্বপূর্ণ একটি দিন। প্রতিবছর এই দিনটি অনেক ধুমধাম ও বড় আয়োজনের সাথে উদযাপিত হয়ে থাকে। সুতরাং এই দিবসটি সংক্রান্ত বিভিন্ন তথ্য রয়েছে আমাদের এই ওয়েবসাইটে। আপনারা যারা এই বিষয় সংক্রান্ত বিভিন্ন তথ্য জানতে আগ্রহী তারা আমাদের ওয়েবসাইটে থেকে এই সকল তথ্য অনুসন্ধান করে বের করে দিতে পারেন।
স্বাধীনতা দিবস কেন পালন করা হয়
বিষয়টি একটি অদ্ভুত লাগলেও অনেকেই এভাবে অনুসন্ধান করে থাকেন। যেহেতু এই দিনটিতে আমরা স্বাধীনতা পেয়েছি লক্ষ প্রাণের বিনিময়ে। এক্ষেত্রে দিনটি স্মরণীয় করে রাখতে প্রতিবছর এই দিনটি স্বাধীনতা দিবস হিসেবে পালিত হয়ে থাকে। আশা করি বিষয়টি আপনি বুঝতে পেরেছেন । স্বাধীনতার চেতনা ধরে রাখতে শহীদদের প্রতি শ্রদ্ধা জানাতে আমরা স্বাধীনতা দিবস পালন করে থাকি।
২৬ শে মার্চ এর কবিতা :
হাসি গান আর আবেগের প্রকাশ।
জন্ম অধিকার বাঙ্গালী
বিশ্ব মাঝে বাংলা জাতীয় ইতিহাস;
যার নেপথ্য নায়ক -
মহান ছাব্বিশে মার্চ।
মায়ের অপত্য স্নেহ
বোনের হৃদয় নিংরানো ভালোবাসা
ঐক্য, সম্প্রীতি, সদ্ভাব-
ছাব্বিশেই যার উদ্ভব।
মুক্তির আত্নপ্রতয়ে ভাঙ্গল যারা শিকল
আনল যারা স্বাধীনতা
আমরা তাদের ভুলিনী
এবং ভুলব না।
অনেক চড়াই উৎরাই পেরিইয়ে
আর বলার অপেক্ষায় থাকে না
আমরা আজ স্বাধীন।
আমরা আজ স্বাধীন সংগ্রামী চেতনায়
বিজয়ের উল্লাস থাকবে মোদের
আনন্দ হাসি গান আর জাতীয় চেতনায়।
কেউ ছুটবে ফুলের তোড়া নিয়ে
কেউ ফেস্টুন হাতে-
রঙ্গীন আভা নিয়ে উদিত হয় সূয্য টা
পূর্ব আকাশে।
সে কোন আগ্রহ আর ব্যাকুলতা।
অনেকে হয়ত আজ জানোনা
কেন ফিরে আসে এই দিন?
এখনো সেই সব বাঙ্গালী রাজাকার
ক্ষুদিতের খানা গ্রাসে-
রনরোষ নিয়ে আসতে চায়;
এই দিনে আজ প্রতিবাদ হোক তার
আমাদের এই স্বাধীন বাংলায়।
২৬ শে মার্চ এর স্ট্যাটাস:
আমাদের স্বাধীনতার স্বাদ দিতে, হাজার-হাজার মানুষ তাঁদের জীবনের তোয়াক্কা করেননি। সেই অবদান কখনও ভোলার নয়। সকল দেশবাসীকে স্বাধীনতা দিবসের শুভেচ্ছা এবং অভিনন্দন।
”একটি বাংলাদেশ তুমি… জনতার, সারা বিশ্বের বিস্ময় তুমি আমার অহংকার।” সারা বিশ্বের বিস্ময় এই বাংলাদেশের জন্য আসুন আমরা সবাই মিলে কাজ করি। স্বাধীনতার সুবর্ণ জয়ন্তীতে এটাই হোক আমাদের শপথ।
0 Comments
দয়া করে নীতিমালা মেনে মন্তব্য করুন