Amader Library https://amaderlibrarybd.blogspot.com/2023/01/l_17.html

মেট্রোরেলের সেরা প্যারাগ্রাফl

 


ঢাকা মেট্রোরেল সাম্প্রতিক রাষ্ট্রের ১টি স্বপ্নের প্রকল্প। পদ্মা সেতুর মতো এটিও ১টি মেগা প্রকল্প। এ জরুরি প্রকল্পের সর্বমোট দৈর্ঘ্য ২০ কিলোমিটার। এটি উত্তরা হতে মতিঝিল পর্যন্ত যাবে। এর 16টি স্টেশন রয়েছে যেমন: মিরপুর, শাহবাগ ইত্যাদি। এ প্রকল্পের সর্বমোট ব্যয় 20,000 কোটি টাকা। এটি প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বাধীন সাম্প্রতিক রাষ্ট্রের ১টি যুগান্তকারী উদ্যোগ।



 ২০১৬ বর্ষের জুন মাস হতে এ প্রকল্পের কাজ শুরু হয়। এটি উদ্বোধন করা হবে ২০২২ বছরের ডিসেম্বরে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা এই প্রকল্পের উদ্বোধন করবেন। আমরা জানি যে আবরণ শহরে যানজট খুবই স্বাভাবিক। যানজটে চরম বিরক্ত আচ্ছাদন নগরবাসী। যানজটে তাদের মূল্যবান সময় ও অর্থ নষ্ট হয়। এটা ১টি জঘন্য সমস্যা। মেট্রো রেল অবশ্যই স্বাধীন ওপ্রোর সাথে ব্যাপকভাবে হ্রাস পাবে। নগরবাসী অনেক সহজে ও স্বাচ্ছন্দ্যে শহরে যাতায়াত করতে পারবে। তারা তাদের মূল্যবান সময় বাঁচাবে। সময় খুবই গুরুত্বপূর্ণ। আসলে মেট্রো রেলের গুরুত্ব অপরিসীম। যানজট হতে মুক্তি পেয়ে যাবেন যাত্রীরা। আমাদের রাষ্ট্রের অর্থনীতির উন্নয়ন হবে। যাত্রীরা অনেক সহজেই তাদের কাঙ্খিত লক্ষ্যে পৌঁছে যাবেন। প্রতিদিন 60,000 জন যাত্রী খুব সহজেই এক ঠাঁই হতে অন্য স্থানে যেতে পারে। এটা ১টি নিরাপদ ও সুবিধাজনক হবে। এটা পরিবেশ বান্ধব কারণ এটি বিদ্যুৎ দ্বারা চলবে। এতে পরিবেশ দূষিত হবে না। একজন যাত্রী 40 মিনিটের ভিতরে মেট্রো রেলের মাধ্যমে এক স্থান থেকে অন্য জায়গায় যেতে পারেন। ইতোমধ্যে টিকিটের ভাড়া নির্ধারণ করেছে। এটা রক্ষণাবেক্ষণ খরচের কারণে বেশি। মেট্রোরেল আধুনিক জনবান্ধব রাষ্ট্রের একটি বড় অর্জন।

অন্যদের সাথে শেয়ার করুন

amader library
পোস্ট করেছেনঃ amader library
0 Comments

দয়া করে নীতিমালা মেনে মন্তব্য করুন ??

নটিফিকেশন ও নোটিশ এরিয়া

এই ওয়েবসাইটে শিক্ষা, স্বাস্থ্য, ইসলামিক, প্রযুক্তি ও অন্যান্য বিষয়ক বিভিন্ন ব্লগপোস্ট বা আর্টিকেল প্রকাশ করা হয়। নিয়মিত এসকল পোস্ট পড়তে চাইলে এই সাইটটি নিয়মিত ভিজিট করুন।